৬নং ফতেপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ৬নং ফতেপুর মডেল ইউনিয়ন । এই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা জেলা সদরের জন্য, গোয়াইনঘাট উপজেলা সদরের তুলনায় অনেক উন্নত ।পূর্বে সিলেট জেলার তামাবিল মহাসড়কের হরিপুর নামক স্থান থেকে মাত্র ৬ কি: মি: পশ্চিমে এই ইউনিয়নের অবস্থান । সিলেট শহরের ওসমানী শিশু পার্কের সামন থেকে লেগুনা যুগে এবং সুবহানীঘাট নামক স্থান থেকে বাস যুগে হরিপুর নামক স্থানে নেমে ফতেপুর ইউনিয়নে আসা খুবই সহজ । আবার অন্যদিকে ইউনিয়নের পশ্চিম দিকে হরিপুর বিমানবন্দর রাস্তা দিয়ে সিলেট জেলা সদরে যাতায়া করা যায় । সিলেটের প্রণকেন্দ্র আম্বর খানা পয়েন্ট থেকে সি. এন. জি অটো রিক্সা যোগে সাহেবের বাজার নামক স্থানে নেমে, আবার টম টম অটোরিক্সা যোগে ফতেপুর ইউনিয়নে আসা যায় । উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য দুটি রাস্তা রয়েছে তা হল “হাতির পাড়া”- “মানিকগঞ্জ” রাস্তা । অন্যটি হল: হরিপুর - সারিঘাট - হয়ে গোয়াইনঘাট উপজেলা সদর । তার মধ্যে হাতির পাড়া মানিকগঞ্জ রাস্তাটি উপজেলা সদরের সাথে যোগাযোগের জন্য অন্যতম। তাছাড়া অত্র ইউনিয়নের মধ্য দিয়ে বয়েগেছে একটি গুরুত্বপূর্ন রাস্তা হরিপুর - বিমান বন্দর রাস্তা । সব মিলিয়ে আমাদের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস