বিনআকান্দি উচ্চ বিদ্যালয় গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিট । এই বিদ্যালয়টি ১৯৩৫ সালে প্রতিষ্টিত হয়ে আজও পর্যন্ত একই ধারা চলমান। যার ফলে আজ প্রথম শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টানে গুরুত্বপূর্ণ পদে এই বিদ্যালয়ের অনেক ছাত্র ছাত্রী রয়েছেন ।
এই বিদ্যালয়ে অনেক ইতিহাস রয়েছে ।
** ৬ষ্ট শ্রেণী= ২০৮ জন
** ৭ম শ্রেণী= ১৪০ জন
** ৮ম শ্রেণী= ১১৮ জন
** ৯ম শ্রেণী= ১১৮ জন
** ১০ম শ্রেণী= ৬৫ জন ।
জনাব, মো: মুছা মিয়া সভাপতি ও অন্যান্যরা
৯৫ % হারে ফলাফল অর্জন করে আছছে ।
অনেক অনেক এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও ভাল ভাবে পরিচালনা করা ।
সিলেট তামাবিল বিশ্ব রোডে হরিপুর - বিমানবন্দর রাস্তায় বিন্নাকান্দি নামক স্থানে বিন্নাকান্দি বাজারের পশ্চিম পাকা রাস্তার পাশ্বেই এই বিদ্যালয় অবস্থিত ।
প্রতি শ্রেণীতে মেধাবী ছাত্র/ছাত্রী রেয়েছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস